বর্তমান আমলাতন্ত্র ও গণমাধ্যম যৌথভাবে আওয়ামী লীগের অপরাধকে বৈধতা দেওয়ার কাজে লিপ্ত রয়েছে—এমন অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধকে সঠিক বলে প্রতিষ্ঠিত করতে সম্মিলিতভাবে কাজ করছে।” তিনি আরও অভিযোগ করেন, “যেসব আমলা বিগত দেড় যুগ ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ সুগম করেছে এবং যেসব গণমাধ্যম দীর্ঘ সংগ্রামে লড়াইরত জনগণকে ‘জঙ্গি’ আখ্যা দিয়েছে, তারাই আজ আওয়ামী লীগের পুনর্বাসনের মিশনে সক্রিয় হয়েছে।”
তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকরা বলছেন, আওয়ামী লীগের পতনের পরও যেসব প্রশাসনিক ও গণমাধ্যমকর্মী তাদের নীতিকে সমর্থন করে চলেছে, হাসনাত তাদেরই ইঙ্গিত করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের মন্তব্য প্রশাসন ও মিডিয়ার নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে এবং রাজনৈতিক বিভক্তিকে আরও গভীর করবে।
তিনি বলেন, আমরা যখন এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন-আমাদের এই দায়িত্ব কে দিয়েছে? যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিল, জুলুম কায়েম হয়েছিল, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদের বলবো- আপনারা ফ্যাসিবাদের ডিকটা মুখ থেকে সরান।
তিনি আরও বলেন, এই বিপ্লবকে হোমাসা(!) করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনিও মনে করেন?