পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের নুরাইনপাশা গ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুর ১২টায় আমিরাবাদ খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, “এই অফিস কনকদিয়ার প্রতিটি মানুষের। সুখ-দুঃখে, বিপদে-আপদে, সবসময় শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের পাশে থাকবে। এই অফিস মানুষের সেবা আর কল্যাণের জন্যই চালু করা হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা আমাদের হুমকি দিয়ে দাবিয়ে রাখতে চান, তাদেরকে বলছি—আপনারা যতই হুমকি দেন, আমরা আপনাদের কাছে ফুল নিয়ে হাজির হব। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা চাই সুস্থ প্রতিযোগিতা। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু হুমকি-দমনের মাধ্যমে কারও কণ্ঠরোধ করা যায় না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াজিউল্লাহ মনির মিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রিদয়ানুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি রাকিব হাসান নূর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান এবং কনকদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শামীম হাওলাদার। এছাড়াও উপজেলা শিবির সভাপতি লিমন হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জাফর মিয়া, সোহেল মিয়া, আল আমিন, আরিফুর রহমান, সজীব হাওলাদার, হাসান, মনির মিয়াসহ শতাধিক স্থানীয় মানুষ এ অনুষ্ঠানে যোগ দেন।
নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন স্থানীয় মানুষের সেবা ও সমস্যা সমাধানের কাজে আরও জোরালোভাবে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন নেতারা। অনুষ্ঠানের শেষাংশে একাত্মতার বার্তা দিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমরা বিভাজন চাই না, ঐক্য চাই। আমরা মানুষের জন্য কাজ করতেই এখানে এসেছি।”