সাম্প্রতিক সময়ে আলোচিত বিশ্লেষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, তাকে হত্যার পরিকল্পনা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ!
তিনি বলেন, আমার মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, কীভাবে হয়েছে শুনেন। একটি অনলাইন মিটিংয়ের ভিডিওতে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা ছিলো। সেখানে একজন বলেন, ফ্রান্সের একটি আইনের কথা বলি, আপনি যদি কাউকে হত্যা করেন এখানে মৃত্যুদণ্ড দেয়া হয়না।
১০-১২ বছরের জেল হয় শুধু। ফ্রান্সে কি বাংলাদেশি মানুষ নাই। পিনাকী এইসব করছে আর বাংলাদেশি মানুষ বসে আছে। পিনাকীর গলা কেটে দেয়ার কথা বলেন ওই আওয়ামী লীগ কর্মী তখন।
নানা সময়ে সরকারবিরোধী কঠোর সমালোচনার জন্য পরিচিত পিনাকী ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য ও বিশ্লেষণ ব্যাপক আলোচিত হয়। বিশ্বস্ত সূত্রগুলো দাবি করছে, তার সরব অবস্থান এবং রাজনৈতিক বক্তব্যের কারণে সরকারপন্থী কিছু গোষ্ঠী তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।
বিশ্লেষকদের মতে, পিনাকী ভট্টাচার্য দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সমালোচনা করে আসছেন। সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে তার প্রকাশ্য বক্তব্য এবং গবেষণা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে, ক্ষমতাসীন দল তাকে রাজনৈতিকভাবে হুমকি হিসেবে দেখছে।
বেশ কিছুদিন ধরে পিনাকী প্রকাশ্যে ছিলেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি তার নিরাপত্তার কারণেই হতে পারে। তবে বিশ্বস্ত সূত্রের দাবি, তাকে নজরদারিতে রাখা হয়েছে এবং সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল। আপনিও কি তা-ই মনে করেন?