বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে, যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে।
তারা যেন আমাদের এ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ব্যাঘাত ঘটাতে না পারে সেজন্য সবাইকে এসব অনুচরদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, কিছু মানুষ সংস্কর-সংস্কার বলে সব প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমাদের দেখতে হবে এটি কোনো ষড়যন্ত্র কিনা। বিষয়টিকে দীর্ঘায়িত করলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো, তত দ্রুত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো।
বিএনপি ছাড়া আগে কেউ সংস্কারের কথা বলেনি উল্লেখ করে তিনি বলেন, যে সময় স্বৈরাচার অস্ত্রের জোরে রাষ্ট্রের ক্ষমতাকে ধরে রেখেছিল, সেই সময় বিএনপি ছাড়া আর কেউ সংস্কারের কথা বলেনি। শুধুমাত্র এক বিএনপিই বলেছিল। কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করতো এ স্বৈরাচার একদিন বিদায় হবে, বাংলাদেশের মাটিতে তাদের পতন ঘটবে।
হাসিনার বিচার দাবি করে তারেক রহমান বলেন, এতো হাজার মানুষের আত্মত্যাগে আজ আমরা বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করতে পেরেছি।
এই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু পালিয়ে যাওয়ার আগে হাজারো মানুষকে হত্যা, জখম ও পঙ্গু করেছে- এসবের জন্য যারা দায়ী, সে মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে।
বিশেষ করে তাদের যে নেত্রী ৫ আগস্ট পালিয়ে গেছেন তার যদি বিচার না হয়, তাহলে যারা এতো বছর ধরে গুম, খুন ও জখম করেছে তারা ভবিষ্যতে উৎসাহিত হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল। আপনিও কি তা-ই মনে করেন?