মনিরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি সংশোধনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা।
সোমবার ৩ ফেব্রুয়ারী দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে পদ বঞ্চিত নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ পদ বঞ্চিত অন্যরা।
বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামীলীগের জুলুম, নির্যাতন, হামলা মামলার শিকার হয়েও অনেকের স্থান হয়নি আহবায়ক কমিটিতে। অন্যদিকে অনেকেই দলের দুঃসময়ে না থেকেও পদ পেয়েছে। যা দলের জন্য ক্ষতিকর। তাই সদ্য ঘোষিত বর্তমান আহবায়ক কমিটি সংশোধন করে তদন্তের মাধ্যমে দুঃসময়ে দলের পাশে থাকা কর্মীদের মূল্যায়ন করার দাবি জানানো হয়।
উল্লেখ্য গত রবিবার(২ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদিত নাটোর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ কে বর্তমান কমিটির আহবায়ক ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ কে নতুন ঘোষিত কমিটির সদস্য সচিব করে একটি আংশিক আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটি ঘোষনার পর থেকেই একটা ক্ষোভ চলছিল পদ বঞ্চিতদের মধ্যে।