অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারতীয় সংবাদমাধ্যমগুলো নিজেদের ইচ্ছেমতো মনগড়া ও ভিত্তিহীন খবর প্রকাশ করছে, যা সম্পূর্ণ মিথ্যাচার।
শফিকুল আলম আরও বলেন, “এমনকি ভারতীয় স্বনামধন্য পত্রিকা টাইমস অব ইন্ডিয়াও টাকা খেয়ে নিউজ প্রকাশ করে।” তিনি দাবি করেন, এসব প্রতিবেদনের সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এটি কেবল প্রপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে করা হচ্ছে।
তিনি ভারতীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, প্রতিবেশী দেশ হিসেবে তাদের উচিত বাংলাদেশে এসে সরেজমিনে দেশের প্রকৃত অবস্থা দেখা। রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করাই সাংবাদিকতার মূল নীতি হওয়া উচিত।
তিনি আরও বলেন, “ভারতীয় গণমাধ্যমগুলোর উচিত আমাদের দেশের গণঅভ্যুত্থান, শেখ হাসিনার জনপ্রিয়তা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা।” তার মতে, সত্যিকারের সাংবাদিকতা নিরপেক্ষ হতে হয় এবং একপাক্ষিকভাবে মনগড়া তথ্য পরিবেশন করা পেশাদার সাংবাদিকতার পরিপন্থী।

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?