নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৬ ডিসেম্বর) তাকে আদালতে তোলা হয়। এরপর ডিবি কর্মকর্তা এসআই মোহাম্মদ মাসুদ সরদার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় রিভার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়ের পক্ষের আইনজীবীর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৫ ডিসেম্বর নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
প্রসঙ্গত, গত জুলাইয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেন। সারা দেশের মতো ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দেন। সে সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধের প্রতিরোধ গড়ে তোলেন। এতে টিকতে না পেরে পালিয়ে যান রিভা। এরপর থেকে তার হদিস ছিল না।