সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

ইসলাম ও জীবন

হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকগুলো অফিস সময়ের পরও খোলা রাখার নির্দেশনা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৫১

হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকগুলো অফিস সময়ের পরও খোলা রাখার নির্দেশনা

ধর্ম মন্ত্রণালয় আগামী ১৫ ডিসেম্বর অফিস সময়ের পরেও হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের হজের নিবন্ধন কার্যক্রম ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এই নিবন্ধনের জন্য হজযাত্রীদের অর্থ জমা দেয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়, যাতে নিবন্ধন ফি জমা দেয়ার শেষ সময়েও ব্যাংক শাখাসমূহ খোলা থাকে।

প্রাথমিক নিবন্ধন ১ সেপ্টেম্বর থেকে শুরু হলেও প্রথমে নির্ধারিত ৩০ নভেম্বরের শেষ তারিখে কাঙ্খিত সাড়া পাওয়া যায়নি। এরপর এক দফা সময় বাড়ানো হয়। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর পর্যন্ত মাত্র ৪০ হাজারের মতো হজযাত্রী নিবন্ধন করেছেন।

এবার ২০২৫ সালের হজে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন যেতে পারবেন। এর মধ্যে ১০ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায়, বাকি একলাখ ১৭ হাজার ১৯৮ জন হজযাত্রী যাবেন বেসরকারি হজ এজেন্সিগুলোর মাধ্যমে।

বিগত ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজে গিয়েছিলেন, এবং ৪১ হাজার ৯৪১ জনের কোটা ফাঁকা ছিল।

এদিকে, হজ নিবন্ধনে সাড়া না মেলার পেছনে হজ এজেন্সি মালিকরা মূলত হজ নিবন্ধনের প্রাথমিক ফি বেশি হওয়ার কথা উল্লেখ করেছেন। আগের বছরগুলোর তুলনায় এবার নিবন্ধন ফি তিন লাখ টাকা ধার্য করা হয়েছে, যা অনেকের সামর্থ্যের বাইরে চলে গেছে।

এছাড়া, হজযাত্রী নিবন্ধনের প্রচার-প্রচারণায়ও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এ কোনো কার্যকর কমিটি নেই এবং বর্তমানে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। ফলে প্রচার কার্যক্রমে সংকট দেখা দিয়েছে।

হজযাত্রী নিবন্ধনের জন্য ব্যাপক প্রচার ও সমন্বয় আরও বেশি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরো খবর