তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের ওই হোটেলে রাতভর আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে আহত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলি বলেছেন, আগুন নেভাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ২৬৭ জন কাজ করছে এবং এই তৎপরতা অব্যাহত রয়েছে।
তুরস্কের নিউজ আউটলেট টিআরটিকে বোলুর গভর্নর আবদুলাজিজ আয়দিন বলেছেন, দিবাগত রাত সাড়ে ৩টায় ১১তলা হোটেলের চতর্থ ফ্লোরে আগুন ধরে। আগুন নিয়ন্ত্রণে ঘণ্টাব্যাপী কাজ করছেন দমকলকর্মীরা।
তবে ঠিক কী কারণে হোটেলে আগুন ধরেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এনিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন আবদুলাজিজ।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলুকে আয়দিন বলেছেন, আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়ায় দুইজন মারা গেছেন। হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন বলে জানান তিনি।
বিভিন্ন ফুটেজে দেখা যায়, হোটেলটির ছাদ এবং উপরের ফ্লোরগুলোতে আগুন জ্বলছে।