ভারতের উত্তর প্রদেশের ফতেপুরে ১৮০ বছরের পুরনো একটি মসজিদের কিছু অংশ মঙ্গলবার ভেঙে ফেলা হয়েছে। অভিযোগ করা হয়েছে, এটি শহরের বন্ধা-ফতেপুর সড়কের ওপর দখল করে নির্মিত হয়েছিল। জেলা প্রশাসন জানিয়েছে, নূরি জামা মসজিদ কমিটিকে দখল সরানোর নোটিশ দেওয়া হয়েছিল, তবে এ সময়ে কমিটি আল্লাহাবাদ হাইকোর্টে মামলার জন্য আবেদন করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), অর্থ ও রাজস্ব, অবিনাশ ত্রিপাঠি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, “মসজিদ কমিটি একটি পিটিশন দায়ের করেছিল, তবে এটি এখনো শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। আজ যে অংশ ভেঙে ফেলা হয়েছে তা গত তিন বছরে নির্মিত হয়েছিল, এবং মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে।”
এডিএম ত্রিপাঠি আরও জানান, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) আগস্ট মাসে ১৩৯ জনকে নোটিশ পাঠায়, যার মধ্যে দোকানদার, বাড়ির মালিক এবং মসজিদ কমিটি অন্তর্ভুক্ত ছিল। সড়ক মজবুতকরণ ও ড্রেন নির্মাণ কাজ শুরুর জন্য এসব দখল সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
পিডব্লিউডি প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা সহায়তা চেয়েছিল মসজিদের দখল সরানোর সময়। পর্যাপ্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে। ভাঙার সময় কোনো ধরনের প্রতিবাদ দেখা যায়নি বলে জানিয়েছেন ত্রিপাঠি। মসজিদ কমিটির কোনো সদস্য এই বিষয়ে কথা বলতে রাজি হননি।