গোয়েন্দা পুলিশ (ডিবি) নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে আটক করেছে। ডিবি সূত্রে জানা গেছে, রোববার (১৫ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে উঠে এসেছে, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগেই তামান্নাকে আটক করা হয়েছে।
গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় তামান্নার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। আন্দোলন তীব্র হলে, ১৫ জুলাই ইডেনের শিক্ষার্থীরা ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে অবস্থান নিলে তামান্না পালিয়ে যান। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকেও আটক করেছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস ডিসি মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রাতে রাজধানীর উত্তরা থেকে আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ডিবি।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান (৪০) বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।