শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

চট্রগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল 

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৭ নভেম্বর ২০২৪, ২০:০৯

চট্রগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল 
মো. মিজানুর রহমান-(গলাচিপা উপজেলা প্রতিনিধি):

কট্টর হিন্দুত্ববাদী চরমপন্থী সংগঠন ইসকন নিষিদ্ধ করা, জঙ্গী সংগঠন হিসেবে ঘোষনা  ও তাদের সমর্থকদের দ্বারা আইনজীবীকে হত্যার বিচার দাবিতে পটুয়াখালীর গলাচিপায়  বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৫:৪৫ টায় গলাচিপাবাসীর আয়োজনে পৌরমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে উক্ত স্থানেই শেষ করা হয়।

বিক্ষোভ  মিছিলে ছাত্র, ইমাম, মসজিদের মুসুল্লিসহ উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র মো. শাহেদুর শাহেদ, মাও  মো. জাকির হোসাইন,  মুফতি মো. হেদায়েত উল্লাহ, মাও মো. মাহমুদুল হাসান প্রমুখ।

সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে  বক্তারা অনতিবিলম্বে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কে নিষিদ্ধ করা, আইনজীবী হত্যাকারীদেরকেেরকে সিসি ফুটেজ দেখে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, যে বা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে প্রতিহত করাসহ সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখার জোর দাবী জানান।

এ সম্পর্কিত আরো খবর