মামুনুর রহমান (ঢাকা প্রতিনিধি):
ঢাকা, ধামরাই, ডাউটিয়া—প্রতীক সিরামিকস লিমিটেডে শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আজ দুপুর ২টার পর। নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠানটির শ্রমিকরা আন্দোলনে নামেন।
দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য:
১. এইচআর বিভাগের AGM-এর পদত্যাগ।
২. ফ্যাক্টরি প্রোডাকশনের কয়েকজন ম্যানেজার—লিটন, নাসির ও প্রদীপের পদত্যাগ।
৩. বেতন বৃদ্ধি।
৪. ঈদের ছুটি তিন দিনের পরিবর্তে সাত দিন করা।
৫. সকল সরকারি ছুটির বাস্তবায়ন।
৬. টানা চার বছর ধরে ইনক্রিমেন্ট না দেওয়ার কারণ ব্যাখ্যা ও তা কার্যকর করা।
৭. কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড চালু।
৮. শ্রমিক বাসের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা।
শ্রমিকরা জানান, কর্মীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বাসগুলো নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছে। এছাড়া বাসের হেলপারদের অশোভন আচরণ শ্রমিকদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শ্রমিকদের বক্তব্য
বিক্ষোভে অংশ নেওয়া এক শ্রমিক বলেন, “কিছুদিন পরপরই আমাদের বাসে দুর্ঘটনা হয়, আর হেলপারদের ব্যবহারে আমাদের অপমানিত হতে হয়। এমন অবস্থা আর সহ্য করা সম্ভব নয়।”
এছাড়া শ্রমিকরা অভিযোগ করেন, বেতন বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের নিরাপত্তা ও সম্মানজনক পরিবহন ব্যবস্থাও নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
এ বিষয়ে প্রোটিক সিরামিকস লিমিটেডের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা
পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে
প্রতীক সিরামিকস লিমিটেডে চলমান এ বিক্ষোভের ভবিষ্যৎ কী হবে এবং শ্রমিকদের দাবিগুলো কতটা বাস্তবায়িত হবে, তা সময়ই বলে দেবে।