লালমনিরহাটে হেনস্থার শিকার হয়েছে ফিলিপাইন প্রবাসী ইঞ্জিনিয়ার রেদওয়ানুর হাবিব, ফিলিপাইন নাগরিক স্ত্রী ও তাঁর মা।
বুধবার বিকেলে ধর্মঘটের নামে অটো থামিয়ে চালককে মারধর করেন অন্যান্য অটোচালকরা। সেই অটোতে থাকা প্রবাসী রেদওয়ানুর হাবিব ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নিয়ে মারধরের উপক্রম হয়। এসময় ফিলিপাইন নাগরিক স্ত্রী ও তাঁর মায়ের সাথেও খারাপ আচরণ ও গালিগালাজ করে এবং ভিডিও ডিলিট না করলে প্রাণনাশের হুমকি দেয় ধর্মঘটপন্থী চালকরা।
এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও ভবিষ্যতে অন্য কেউ এই ধরনের দুর্ভোগের শিকার যেন না হয় সেজন্য পুলিশ সুপার ও কালীগঞ্জ থানার কর্মকর্তা’র দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচার দাবি করেছেন এই প্রবাসী।
উল্লেখ্য রংপুর থেকে মায়ের চিকিৎসা শেষে অটো রিজার্ভ নিয়ে বাসায় ফেরার পথে কালিগঞ্জ উপজেলার কাকিনা এঘটনার শিকার হয় রেদওয়ানুর হাবিবের পরিবার।