বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

উৎসাহ-উদ্দীপনায় গলাচিপা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ মিজানুর রহমান: পটুয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে। সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। প্রতিবছরের ন্যায় ২০২৫ সালে উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সহকারী শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় সভার […]

নিউজ ডেস্ক

২৯ জানুয়ারী ২০২৫, ১৭:২১

মোঃ মিজানুর রহমান:

পটুয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে। সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। প্রতিবছরের ন্যায় ২০২৫ সালে উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সহকারী শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। 

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, ডা. মাওঃ মোঃ জাকির হোসেন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা, মোঃ হাফিজুর রহমান আহ্বায়ক, বাংলাদেশ গণঅধিকার পরিষদ উপজেলা শাখা, থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান প্রমুখ।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়টিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অন্যান্য

ডিসেম্বরে চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৪ দিন ছুটি

ডিসেম্বর মাসে টানা ছুটি পেতে যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা ছুটি পেতে পারেন তারা। ২০২৪ সালের ডিসেম্বরে সাধারণ ছুটির মধ্যে রয়েছে বিজয় দিবস ও বড়দিনের ছুটি। ১৬ ডিসেম্বর সোমবার। রবিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই শুক্র ও শনিবার মিলিয়ে টানা ৪ দিনের ছুটি নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এছাড়া ২৫ ডিসেম্বর […]

নিউজ ডেস্ক

৩০ নভেম্বর ২০২৪, ১৬:৪৮

ডিসেম্বর মাসে টানা ছুটি পেতে যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা ছুটি পেতে পারেন তারা। ২০২৪ সালের ডিসেম্বরে সাধারণ ছুটির মধ্যে রয়েছে বিজয় দিবস ও বড়দিনের ছুটি। ১৬ ডিসেম্বর সোমবার।

রবিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই শুক্র ও শনিবার মিলিয়ে টানা ৪ দিনের ছুটি নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এছাড়া ২৫ ডিসেম্বর বুধবার। তাই বৃহস্পতিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চারদিন ছুটি পেতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ‍দুদিন ছুটি পালন করা হবে।

তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ষোষণা করবে।

এদিকে ২৪ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিষ্টান পর্বের ঐচ্ছিক ছুটি। ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।

প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয়।কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত নানান জরুরি কাজ থাকে।

তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি পেলে কোথাও টুরে যাওয়া যায় বা কোনো পরিকল্পনা করা যায়। তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন বহু মানুষ।

 

 

 

খেলা

গলাচিপায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান  

মো. মিজানুর রহমান-(গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি): পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দি ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় চিকনিকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. মনিরুল ইসলাম (মনির) এর আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চিকনিকান্দি একাদশকে ২-১ গোলে পরাজিত করে মাঝগ্রাম একাদশ চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টে মোট ৭টি দল অংশ নেয়। […]

নিউজ ডেস্ক

২৯ নভেম্বর ২০২৪, ১৮:৪৪

মো. মিজানুর রহমান-(গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি):
পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দি ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় চিকনিকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. মনিরুল ইসলাম (মনির) এর আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চিকনিকান্দি একাদশকে ২-১ গোলে পরাজিত করে মাঝগ্রাম একাদশ চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টে মোট ৭টি দল অংশ নেয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. হাফিজুর রহমান জোমাদ্দার ও মো. আফজাল বিশ্বাস , ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সিজার, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. লাভলী আক্তার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাইদুর রহমান তিতু, পটুয়াখালী জজ কোর্টের এপিপি এডভোকেট আরিফুর রহমান দিপু, উপজেলা ছাত্রদলের আহবায়ক এম দুর্জয় রুবেল, চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন গাজী প্রমুখ।

খেলা

বরিশাল-রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিওর মাধ্যমে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের। একই […]

নিউজ ডেস্ক

১২ নভেম্বর ২০২৪, ২১:৪৫

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিওর মাধ্যমে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের। একই দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে ১ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস মাঠে নামবে।

গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচই হবে মিরপুরে। এরপর বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। সেখানে গ্রুপ পর্বের পরের ১২ ম্যাচ। সিলেট পর্বের ম্যাচগুলো হবে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। এরপর চট্টগ্রামে হবে বিপিএলের আয়োজন। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানিয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলাই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২ দিনের বিরতি দিয়ে ৬ ফেব্রুয়ারি। সেরা দুই দলকে নিয়ে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

এর আগে বিপিএলকে সামনে রেখে গত ১৪ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। রাজনৈতিক পট পরিবর্তন ও নানা জটিলতায় বিপিএলের সবশেষ আসরে অংশগ্রহণ করা দলের মাঝ থেকে এবার নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মাঝে এবারও বিপিএলে খেলবে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১১ বছর পর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিরেছে প্রথম দুই আসরে অংশ নেয়া চিটাগং কিংস। নতুন করে বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।