ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগকে অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শিক সংগ্রামের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পবিত্র আশুরা উপলক্ষে শনিবার (৫ জুলাই) দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘১০ মহররম ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন। কারবালার মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে ইমাম হোসেন (রা.) ন্যায়, ইনসাফ, তাকওয়া ও মানবিক মর্যাদার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও বিশ্ব মুসলিমের জন্য প্রেরণার উৎস।’
তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে শহীদ হয়ে ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের এক চিরন্তন অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছেন।
তারেক রহমান আরও বলেন, ‘ইমাম হোসেন (রা.)-এর কষ্ট ও শাহাদাত আজও বিশ্বব্যাপী মানবতা ও ন্যায়ের জন্য সংগ্রামের এক মহান উৎস। যারা ক্ষমতার মোহে ইনসাফ ও মানবতাকে পদদলিত করেছিল, তাদের বিরুদ্ধেই ইমামবাহিনী জীবন উৎসর্গ করে সত্যের জয়গান গেয়েছেন।’
আশুরার শিক্ষা বর্তমান প্রেক্ষাপটে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভাঁওতাবাজির নির্বাচন, গুম, হত্যা ও দমন-পীড়নের মাধ্যমে দেশে এক ভয়াবহ জুলুম ও শোষণের রাজত্ব কায়েম করেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া এ এক এজিদি আচরণের প্রতিচ্ছবি।’
তারেক রহমান বলেন, ‘আমরা কারবালার আত্মত্যাগ থেকে যে প্রেরণা পাই, তা হলো- জুলুমের বিরুদ্ধে মাথা নত না করা। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না এই দেশে ন্যায়ের বিজয় হয়।’