নির্বাচন কমিশনে দলের নিবন্ধন আবেদন জমা দিয়ে দলের প্রতীক হিসেবে “শাপলা” চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে এএমএম নাসির উদ্দিন কমিশনের পুনর্গঠনও দাবি করেছে দলটি।
রবিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধন আবেদনের শেষ দিনে প্রয়োজনীয় দলিলাদিসহ দলের আবেদন জমা দেন
বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে শাপলা মার্কা। নির্বাচনী প্রচারে শাপলা মার্কার প্রার্থী হাস্নাত আব্দুলাহ স্পষ্ট করে দিয়েছেন—এইবার ভোট হবে জনগণের জন্য, দেশের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য। শাপলা মার্কা মানে শান্তির প্রতীক, আর তা কেবল প্রতীক নয়; এটি দেশের অগ্রগতির অঙ্গীকার।
হাস্নাত আব্দুলাহর নেতৃত্বে শাপলা মার্কার অঙ্গীকার একটিই—নতুন চিন্তা, নতুন নেতৃত্ব। তিনি বলেন, “আমরা চাই শিক্ষিত সমাজ, চাই সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত পরিবেশ। চাই এমন এক বাংলাদেশ, যেখানে শান্তি থাকবে, কাজ থাকবে, সম্মান থাকবে।”
প্রচারণার মূল স্লোগান হচ্ছে—‘ভোট দিন শাপলা মার্কায়, ভোট দিন উন্নয়নের পক্ষে, মানুষের পক্ষে।’ শাপলা মার্কা জনগণের মার্কা, পরিবর্তনের মার্কা।
শাপলা মার্কার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে—
শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ
সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গঠন
যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি
নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা
নগর ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
হাস্নাত আব্দুলাহ বারবার জোর দিয়েছেন, “এইবার আর ভুল নয়—ভোট দিন শাপলা মার্কায়। আসুন আমরা একসাথে শান্তি, উন্নয়ন আর জনগণের অধিকার নিশ্চিত করি।”
শাপলা মার্কা শুধু একটি প্রতীক নয়, এটি আগামী দিনের আশার আলো, বাংলাদেশের ভবিষ্যতের স্বপ্ন। ভোট দিন শাপলা মার্কায়, পরিবর্তনের পক্ষে, মানুষের পক্ষে।