অন্তর্বর্তী সরকারের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (২১ জুন) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের এক আলোচনা সভায় তিনি বলেন, শহীদদের দলীয়করণ করলে তা হবে তাদের অপমান।
তিনি বলেন, “যেমন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করেছিল, তেমনি যদি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের দলীয়করণ করা হয়, তাহলে তাদের অবমূল্যায়ন হবে। এই শহীদরা দেশের জন্য, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন।”
ডা. জাহিদ সরকারের উদ্দেশে বলেন, “৫ আগস্টের পর জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য। নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে, যাতে জনগণ তাদের অধিকার ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারে।”
তিনি শহীদদের সঠিক মূল্যায়নের উপর জোর দিয়ে বলেন, “৪৭ না হলে ৬৯ হতো না, ৬৯ না হলে ৭১ হতো না, আর ৭১ না হলে ৯০ হতো না। যার যা অবদান, আমাদের স্বীকার করতে হবে।” এসময় ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ ১৭ বছরের ইতিহাসকে স্মরণ করতে সকলকে আহ্বান জানান তিনি।
লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “তারেক রহমান এ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতীক। তারেক-ইউনূস বৈঠকের পর দেশে শান্তি ফিরেছে, মানুষ নতুন আশার আলো দেখছে।”
তিনি হুঁশিয়ার করে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে না দিলে এবং বিএনপিকে অবমূল্যায়ন করা হলে এর পরিণতি ভিন্ন হতে পারে।