ইসলামী দলগুলোর ঐক্যের প্রশ্নে সাধারণ মানুষের দোয়া চেয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তারা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলো ভোটকেন্দ্রে “একটি বাক্স” পাঠানোর উদ্যোগ নিচ্ছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদরাসা পরিদর্শনের সময় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে।
সংবাদ সম্মেলনে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, “ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবো না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে তবেই নির্বাচন দিতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৯১ শতাংশ মুসলমান। তাদের আশা-আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে আল্লাহর বিধান অনুযায়ী সমাজব্যবস্থা গড়ে তোলা উচিত। দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আমরা স্বাধীন দেশের প্রকৃত মর্যাদা পাইনি।”
চরমোনাই পীর মুফতি রেজাউল করীম বলেন, “ইসলামের পক্ষে একটি বাক্স ভোটকেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল, এখনও চলছে। তবে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে তা আমাদের জন্য অকল্যাণকর হবে।”
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে দুই নেতা বলেন, “গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। অতীতে আওয়ামী লীগের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে।”
ভারত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে কাঁটাতারের বেড়া যেন না থাকে। এটি নতজানু পররাষ্ট্রনীতির ফল।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, “দ্রুত মূল্য নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগ জরুরি।”
পরিদর্শন শেষে জামায়াতের আমীর মাদরাসার প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মুহাম্মদ ইসহাকের কবর জিয়ারত করেন এবং পরে বরিশাল নগরীর কর্মী সভায় যোগ দেন।
ইসলামী দলগুলোর ঐক্যের এই উদ্যোগ কি নির্বাচনী রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে? আপাতত দৃষ্টি সেদিকেই।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?