মো. মিজানুর রহমান গলাচিপা উপজেলা প্রতিনিধি:
ঢাকাস্থ পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন-২০২৫ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইখতেয়ার কবির সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,তানজীল হাসান সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সাইদুর রহমান সাইদ এ জিএস ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ডা. সাইফুল আজম রঞ্জু (সহকারী অধ্যাপক পি জি হসপিটাল), গলাচিপা কলেজ শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাবেক ছাত্র নেতা মো : আনোয়ার হোসাইন, রাজীব জুবায়ের।
আরো উপস্থিত ছিলেন, ঢাকায় অবস্হানরত পটুয়াখালী বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
১৭ জানুয়ারী শুক্রবার রাজধানীর আফতাবনগরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে হাসান মামুন বলেন, বিগত ১৫ বছর আপনাদের সাথে অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদেরকে যাতে হামলা-মামলা শিকার হতে হবে ভেবে অংশ গ্রহণ করতে পারিনি। পরিবর্তিত এ পরিস্থিতিতে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দশমিনা, গলাচিপা এবং পটুয়াখালীর উন্নয়নে কাজ করে যাবো।