সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন ৫মাস পার হলেও এই সরকারের কোন সফলতা দেখছিনা। দ্রব্যমূল্য জনগনের নাগালের বাইরে। আইন শৃঙ্খলা পরিস্থির ঘোর অবনতি এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতের চিকিৎসাও ঠিকমত হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহষ্পতিবার (১৬ জানুয়ারী) দুপুর ১২টায় লালমোহনে তার নিজ বাস ভবনে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি এসব কথা জানান।
তিনি আরও বলেন, সংস্কার করা এ সরকারের কাজ নয়। কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নাম নিয়ে সময় কাটাচ্ছে। উপদেষ্টা পরিষদ ৫মাসে ক্ষমতার কিছু মজা পেয়ে গেছে, তাই এই ক্ষমতাকে ৫-১০বছর দীর্ঘ করা যায় কিনা এটা তাদের মনবাসনা।
এদিকে বাংলাদেশের সর্বনাশ হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করে তিনি বলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশে নানা ভাবে বিশৃঙ্খলা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। এই তৎপরতা থেকে বের হতে হলে জুলাই-আগষ্টের গনঅভ্যুত্থানের মূল চেতনাকে ধরে রাখতে হলে দ্রæত নির্বাচন দিতে হবে।
এসয় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ন আহবায়ক অধ্যাপক মোঃ ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, ফয়সাল হায়দার, পৌর বিএনপিরআহবায়ক ছাদেক মিয়া ঝান্টু, পৌর বিএনপরি সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনিও মনে করেন?