অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো জুলাই আন্দোলনে নিহতদের তালিকা করতে না পারা। নিহত-আহদের সংখ্যা নিয়ে রাজনৈতিক দলগুলো ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত: জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কোনো রাজনৈতিক দল তাদের নেতা হত্যার বিচার চায়নি। তারা নেতাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে মাত্র।
তিনি আরও বলেন, ইসলামি গণতন্ত্রের নামে শত শত যুবককে গ্রেফতার করেছিল আওয়ামী লীগ সরকার। এই রাষ্ট্র কোনো গণহত্যার বিচার এখন পর্যন্ত করতে পারেনি। এজন্য গণতদন্ত কমিশন জরুরি বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের স্বার্থে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো রাজনৈতিক দলগুলো দেশের জনগণকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। জুলাই ঘোষণাপত্রের আর মাত্র একদিন বাকি। সরকারের এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য দেশের মানুষ জানতে চায় বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া দেশের মানুষের মৌলিক অধিকার, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান তৈরি এবং কোনো ক্ষেত্রে বৈষম্য না থাকার বিষয়গুলো ঘোষণাপত্রে রাখার পরামর্শ দেন বক্তারা।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?