মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার এমপি সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানায় আরেকটি হত্যা মামলা করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকালে থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় উবায়দুল মোকতাদির সহ ৭২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অগত্যানাম আসামি করা হয়েছে প্রায় ১৫০ জনকে।
মামলায় বাদি মোঃ শফি ওয়ালি সরাইল উপজেলা সদরের ভুট্টাপাড়া গ্রামের বাসিন্দা। শফি ওয়ালির ছেলে হাফেজ আলামিন কে ১নং আসামির হুকুমে প্রথম মারধর করে পরে গুলি করে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেন। মামলায় ২য় আসামি সরাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজমুল হোসেন, আর ৩য় আসামি করা হয়েছে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি লোকমান হোসেন সহ আরো ৭২ জন নেতাকর্মী নামে।
মামলায় অগত্যানাম আসামি ১০০-১৫০ জনের নাম দেওয়া হয়েছে। মামলার এজাহার পরিষদে জানা গেছে ভারতের নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধীতা করে ২০২১ সালে ২৬ মার্চ থেকে টানা কয়েকদিন আন্দোলন করেছিলো হেফাজত ইসলাম। ২৮ মার্চ দেশব্যাপী মাদ্রাসার ছাত্র শিক্ষক ও তওহিদ জনতার হরতাল চলাকালীন ঐ হরতালে সবার সাথে মামলার বাদির ছেলে হাফেজ আলামিন ও ছিলেন। ঐদিন ১নং আসামির মোকতাদির চৌধুরীর নির্দেশে আরো কয়েকজন নেতাকর্মী মিলে আলামিনকে প্রথম মারধর করে পরে গুলি করে হত্যা করে।
এই পর্যন্ত সাবেক এমপি মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা ১০ টি মামলা হয়েছে তার মধ্যে ৭টি মামলাই হত্যা মামলা। মামলা ৭২জনের মধ্যে ৩৮ জন সরাইল উপজেলার বাসিন্দা আর বাকি ৩৪ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। সরাইল উপজেলার আসামি গুলোর বেশিরভাগই সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতা।
এ নিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন, হাফেজ আলামিনকে হত্যা করায় ৭২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে, মামলা নৈতিভুক্ত করা হয়েছে, মামলায় নিরপরাধ কোন ব্যক্তি আসামি হয়ে থাকলে তাকে শুধু শুধু হয়রানি করা হবে না।