ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধে নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
এটি আরো বলেছে, ফিলিস্তিনিরা ১৫ মাস ধরে গাজায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে দখলদার ইসরাইলের দর্পচূর্ণ করেছে এবং নিজেদের মাতৃভূমি মুক্তির কাছাকাছি পৌঁছে গেছে।
শনিবার ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হামাসের সঙ্গে তেল আবিবের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার পর এক বিবৃতিতে এসব কথা বলেছে হামাস। এতে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে আরো বেশি গণহত্যা চালাতে চাইলেও প্রতিরোধ যোদ্ধারা দখলদার সরকারকে আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য করেছে।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, দখলদার শক্তি গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে; তবে তারা ভয়াবহ যুদ্ধাপরাধ করতে পেরেছে যা বিশ্ব মানবতাকে লজ্জা দিয়েছে। ফিলিস্তিনিরা এখন দখলদারিত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন ও মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন বলেছে, গাজায় গণহত্যামূলক যুদ্ধে ফিলিস্তিনিদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং তা ভুলে যাওয়াও সম্ভব নয়।
হামাস পৃথক আরেক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতি দফায় ইসরাইল কতো সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় তার ওপর ভিত্তি করে ইসরাইলি পণবন্দিদের মুক্ত করা হবে।
সূত্রঃ পার্সটুডে