ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে ব্যাপক ভোটে একটি প্রস্তাব পাস করা হয়েছে।
গতকাল (বুধবার) অনুষ্ঠিত এই ভোটাভুটিতে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ১৫৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আমেরিকা সহ নয়টি দেশ প্রস্তাবের বিরোধিতা করেছে এবং ১৩টি দেশ ভোটদানে বিরত ছিল।
প্রস্তাবে ইহুদিবাদী ইসরাইলের প্রতি অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ীভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজার উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে যাতে এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।
জাতিসংঘ সাধারণ পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও মার্কিন প্রতিনিধি রবার্ট উড বলেছেন, এই ধরনের প্রস্তাব গ্রহণ ‘লজ্জাজনক এবং ভুল’।
এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যতবার যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছে প্রায় ততবারই আমেরিকা ভেটো শক্তি প্রয়োগ করেছে। মার্কিন প্রতিনিধি বলেছেন, সম্ভাব্য যুদ্ধবিরতি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে বন্দী বিনিময়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে।
জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবের ওপর ভোটাভুটির আগে কয়েকটি সদস্য দেশের প্রতিনিধি সেখানে বক্তব্য রাখেন। এরমধ্যে শ্লোভানিয়ার প্রতিনিধি বলেন, “গাজা আর টিকে থাকতে পারবে না। এটি ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে তিনি বলেন, ইতিহাস হলো নিষ্ক্রিয়তার সবচেয়ে কঠোর সমালোচক।
আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনিদের ভয়াবহ ট্রাজেডির মুখে গাজা সংকট নিয়ে নীরবতা এবং ব্যর্থতার কঠিন মূল্য দিতে হবে এবং ভবিষ্যতে সে মূল্য আরো বেশি হবে।
সূত্রঃ পার্সটুডে