সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় গত কাল (৪ ফেব্রুয়ারি) বিএনপি ও তার অঙ্গসংগঠন আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে বিকেলে ফুলবাড়ী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে সমাবেশ আয়োজন করে।
সমাবেশ শেষে সন্ধ্যায় (৭টার দিকে) বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতা–কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় ছোট যমুনা নদীর সেতুর পূর্ব পাশে মিছিলের সামনে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তখনই ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে রাস্তার দুই পাশ থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে।
ককটেল হামলায় বিএনপির ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা যায়। তাদের মধ্যে ২ জন কে দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে আছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন ও পৌর যুবদল কর্মী নুরুন্নবী বকুল।
এদিকে, হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দিয়েছে যুবদল।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরছিলাম।
এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও দোসররা আমাদের মিছিলে ছয়টি ককটেল নিক্ষেপ করে। এতে তিনটি ককটেল বিস্ফোরণ হলেও বাকি তিনটি ককটেল অক্ষত থাকে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নবিউল ইসলাম বলেন, “ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। যত দ্রুত সম্ভব হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

‘ছাত্র-জনতা হত্যার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে না দেওয়ার সিদ্ধান্ত’ আপনি কি সমর্থন করেন?