মোঃ কাজী ওমর শরীফ, চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেড় হাজার শিক্ষার্থীর মাঝে অর্থসহ কুরআন বিতরণ করেছে ‘মিনার’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ‘আল কুরআন একাডেমি লন্ডন’-এর সৌজন্যে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং বুঝে পড়ার মাধ্যমে এর নির্দেশনা অনুসরণ করাই গুরুত্বপূর্ণ। কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে এবং এর সাথে যারা সম্পৃক্ত, তারাই শ্রেষ্ঠ হয়েছে।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দীন বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর আমি অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছি, তবে আজকের অনুষ্ঠানটি আমার কাছে সবচেয়ে মূল্যবান। ইসলাম সবচেয়ে উদার ধর্ম, আর সত্য ও মিথ্যার পার্থক্য বোঝার জন্য আল্লাহ আমাদের কুরআন দিয়েছেন।”
চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “কোনো ধর্মের প্রতি আমাদের বিদ্বেষ নেই। কুরআন ঘরে সাজিয়ে রাখার জন্য নয়, বরং এর শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে। এতে নৈতিকতা উন্নত হবে এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “আমাদের দেশের বাস্তবতা হলো, কেউ কেউ নামাজ পড়ে অথচ অফিসে দুর্নীতির মাধ্যমে মানুষের ভোগান্তির কারণ হয়। প্রকৃত ধর্মচর্চা করলে এমন হওয়ার কথা নয়। সৎ জীবনযাপনের মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব।”
অনুষ্ঠানের সভাপতি ও মিনারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের বলেন, “কুরআনকে শুধু ঘরে রেখে নয়, হৃদয়ে ধারণ করতে হবে। তাহলেই সমাজের সব বৈষম্য দূর হবে এবং একটি আলোকিত সমাজ গড়ে উঠবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।