চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল বাজার বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও দীর্ঘস্থায়ী কোনো পরিবর্তন আসেনি। অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুনরায় দখলদাররা তাদের জায়গা দখল করে নেয়, ফলে প্রশাসনের উদ্যোগ কার্যত ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নীলুফা সরকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হয়। তবে অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দখলদাররা পুনরায় জায়গা দখল করে নেয়, ফলে বাসস্ট্যান্ড এলাকায় আবারও আগের মতো যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের উদ্যোগ স্বল্পমেয়াদি হওয়ায় এবং পুনর্দখল ঠেকাতে কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। উচ্ছেদ অভিযানের পরও যদি অবৈধ দখলদাররা ফিরে আসে, তাহলে শুধু অভিযান চালিয়ে সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন এলাকাবাসী।
এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাহিনুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী খাইরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবু সায়েম, ওয়াটার সুপার মোহাম্মদ আলী ও লাইসেন্স পরিদর্শক আহসান হাবিবসহ উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তবে উচ্ছেদ অভিযান পরিচালনার কিছুক্ষণ পরেই উচ্ছেদকৃত স্থানে অস্থায়ী বিক্রেতারা পুনরায় তাদের জায়গা দখল করে নেয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?