সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) বিকেল পর্যন্ত পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রেস্তোরাঁ শ্রমিক দলের সদস্য ও ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক লাজু হোসেন, যুবদল সদস্য মিজানুর রহমান এবং সন্দেহভাজন আসামি জুলফিকার আলী।
পুলিশ জানায়, এ নিয়ে পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় দায়ের করা দুই মামলায় গত চার দিনে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “পাটগ্রাম থানায় পুলিশের দায়ের করা মামলায় ২৭ জন নামীয় আসামির মধ্যে তিনজন এবং আরও দুজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের রবিবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।”
উল্লেখ্য, সম্প্রতি সংঘবদ্ধভাবে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।