শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ প্রতিনিধি :
শনিবার রাত থেকে সারা দেশে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। তারই অংশ হিসেবে শনিবার গভীর রাতে যৌথ বাহিনী নবীগঞ্জের কৈলানপুর গ্রাম থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫৫)কে আটক করেছে।
সকালে হবিগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে।পুলিশ সুত্রে জানাযায়, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমম্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।
তারই অংশ হিসেবে শনিবার দিবাগত গভীর রাতে বিভিন্ন অভিযোগে উপজেলার কুর্শি ইউনিয়নের কৈলানপুর গ্রামে নিজ বাড়ী থেকে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালকে আটক করে রাতেই হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।
রবিবার সকালে হবিগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলা হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?