বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছয়জন শাহাদাত বরণকারী পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে কিশোরগঞ্জ জেলা জামায়াত। সোমবার (২৬ আগস্ট) জেলার বিভিন্ন এলাকার নিহতদের পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে দেশের বিভিন্ন স্থানে এই ৯ জন শাহাদাত বরণ করেন। কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে শাহাদাত বরণকারী ছয়টি পরিবারকে ১২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পরের ধাপে জেলার হাওরাঞ্চলে অন্য তিন শাহাদাত বরণকারী পরিবারকে ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এস এম ইউসূফ, পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক আজিজুল হক কাজল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মুন, ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা দক্ষিণ শাখার সভাপতি হাসান আল মামুন, কিশোরগঞ্জ জেলা দক্ষিণ শাখার সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিলসহ উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।