মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

খেলা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে ছাত্রদলের ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০২ জানুয়ারী ২০২৫, ২১:০৩

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে ছাত্রদলের ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন

আশরাফুল ইসলাম (শেকৃবি প্রতিনিধি):

“শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গঠনে জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প।” বিষয়কে প্রতিপাদ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ( শেকৃবি) আন্তঃহল ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে শেকৃবি ছাত্রদল।

আজ ২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ২:৩০ মিনিটে শেকৃবির কেন্দ্রীয় মাঠে ক্রিকেট খেলার মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। সন্ধ্যায় মেয়েদের, শিক্ষকদের ও ছেলেদের জন্য পৃথক সময়ে ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করা হয়।

শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “টেকনিক্যাল ইউনিভার্সিটি হওয়ায় শিক্ষার্থীরা কো-কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ কম পায়। এই বাধা কাটিয়ে উঠতেই আমাদের এ আয়োজন।

আয়োজনে শিক্ষকদের জন্যও বিশেষ ম্যাচ অন্তর্ভুক্ত করেছে, যা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আবুল বাশারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তা ও হল প্রভোস্টগন।

এ সম্পর্কিত আরো খবর