ক্যারিবিয়ান দ্বীপে দ্বিতীয় টেস্টে এসেছিল ঐতিহাসিক জয়। তাই স্বপ্ন বড় হয়েছিল ওয়ানডে সিরিজ ঘিরে। যদিও প্রত্যাশার ধারেকাছেও ছিল না টিম টাইগার্স এবং ওয়েস্ট ইন্ডিজে ধবলধোলাই হয় ৫০ ওভারের ফরম্যাটে।
তাই স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি সিরিজ নিয়ে প্রত্যাশা ছিল না মিরাজ-লিটনদের কাছে। কিন্তু ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে ছোট ফরম্যাটের সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ রান ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জয়টা যেন প্রথম ম্যাচের পুনরাবৃত্তি।
কিন্সটাউনে প্রথম টি-টোয়েন্টিতে ১৪৭ রানে অলআউট হয়েছিল সফরকারীরা। এরপর দায়িত্ব কাঁধে মহান বিজয় দিবসে ৭ রানের জয় উপহার দিয়েছিল টাইগাররা। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে তাদের পুঁজি ছিল মাত্র ১২৯ রান। তারপরও বোলারদের নৈপুন্যে জয় এসেছে।
আজ শুরুতেই ব্যাটিং ধস ধরেছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। মাত্র ৮৮ রানে খুইয়ে বসে ৭ উইকেট। ওভার ছিল ১৬.১।
শেষ ২৩ বলে শামিম হোসেন এবং তানজিম হাসান সাকিবে লড়াই করার মতো পুঁজি পায় বোলাররা। ১৭ বলে বলে ২টি করে চার-ছক্কায় ৩৫ রান করেন ম্যাচসেরা শামিম। ১১ বল খেলা তানজিমের ব্যাট থেকে আসে ৯ রান।
এরপর টাইগার বোলাদের দাপট। উইকেট পাননি কেবল মেহেদি হাসান মিরাজ। বাকিরা ছিলেন সফল। সর্বোচ্চ ৩টি উইকেট পান পেসার তাসকিন আহমেদ।
২টি করে উইকেট নেন মাহেদী হাসান, তানজিম এবং রিশাদ। হাসান মাহমুদ শিকার করেন ১টি। তাদের বোলিং তোপে মাত্র তিন ক্যারিবীয় ব্যাটার স্পর্শ করতে পারেন দুই অঙ্কের রান- জনসন চার্লস (১৪), রস্তন চেজ (৩২) এবং আকিল হোসেন (৩১)। ১৮.৩ ওভারে ১০২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।