বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়।
ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর রায়, হাফিজ উদ্দিন আহমেদ ও সেলিমা ইসলাম।
বৈঠকে সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচন, রাজনীতিসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা।
বিএনপির সূত্রে জানা যায়, দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম ত্বরান্বিত করা, ৩১ দফাকে তৃণমূল মানুষের কাছে তুলে ধরাসহ দল সুসংগঠিত করার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া, দ্রুত নির্বাচনের দাবিকে জোরালো করতে সমমনা বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?