হাফিজুর রহমান জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
গণতান্ত্রিক পন্থায়, জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব এর উপস্থিতিতে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন।
গণতান্ত্রিক পন্থায়, ভোটের মাধ্যমে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি গঠন হল। অনুষ্ঠানের শুরুতেই তালা, কলারোয়া ০১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব, কুমিরা ইউনিয়নের প্রতিবন্ধী আবু সাঈদের হাতে একটি আধুনিক হুইল চেয়ার প্রদান করেন, মুহূর্তেই অনুষ্ঠানটি মানবিক ইতিহাসের সাক্ষী হল। (২৫জানুয়ারী) শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার ৫নং তেতুলিয়া ইউনিয়নের ৪ এবং ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠিত হলো।
এসময় ৪ নং ওয়ার্ডে হাসেম আলি সভাপতি, মো: মুক্তার আলী সেক্রেটারি ও মোঃ সুরত আলী সাংগঠনিক সম্পাদক করা হয় । পর্যায়ক্রমে ৬নং ওয়ার্ডে মাস্টার মোশাররফ হোসেন কে সভাপতি, মোকসেদ মোড়ল সেক্রেটারি ও মো: মজিবর রহমান কে সাংগঠনিক সম্পাদক করা হয়। তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক তালা কলারোয়ার সাবেক সংসদ গণমানুষের প্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সার্চ কমিটির সদস্য অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, , সার্চ কমিটির সদস্য ও নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলি সরদার। আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক সাইদুর রহমান( সাইদ) সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নেতাকর্মী।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনিও মনে করেন?