বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা আগামীতে আপনাদের জন্য কী করতে চাই, আপনার সন্তানদের জন্য কী করতে চাই সেসব কথা বলবো। দেশনায়ক তারেক রহমানের যে ৩১ দফা সংস্কার প্রস্তাব যেসবের কথা আমরা বলবো। আমরা খুনি হাসিনার বিচারের কথা বলবো।
তিনি আরও বলেন, আজ থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে, প্রত্যকটা থানায় থানায় গিয়ে আপনাদের জন্য কী করতে চাই, আপনার সন্তানদের জন্য কী করতে চাই সেসব কথা আমরা বলবো। আপনাদের সন্তানদের কর্মসংস্থান এবং চিকিৎসার জন্য আমরা কী করতে চাই, সেসব কথা আমরা বলবো।
শুক্রবার (২৫ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনাদের জীবনযাত্রার মান, আপনার সন্তানদের জীবনযাত্রার মান আরও উন্নত হওয়ার কথা ছিল। শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হওয়ার কথা ছিল। চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা, দীর্ঘ লাইন দিয়ে চিকিৎসা নিতে দুর্ভোগ পোহাতে হয়। প্রাইভেট খাতে চিকিৎসা নিতে গেলে নিঃস্ব হতে হয়।
ঢাকা শহরের দূষণ নিয়ে সাবেক এই মেয়র প্রার্থী বলেন, এই শহর এখন দূষিত নগরীতে পরিণত হয়েছে, ছড়িয়ে পড়ছে রোগ-বালাই। এসব সমস্যার সমাধানে আমরা কী করতে চাই, তা আপনাদেরকে বলতে চাই। শুধু ভোটের সময় আপনাদের কাছে ভোট চাইবো আর চলে যাবো, সেটার রাজনীতি আগামীতে আর থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
এরপর রাজধানীর গেন্ডারিয়া এলাকার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেবকে দেখতে যান বিএনপির এই নেতা। এ সময় সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর সুস্থতা কামনায় দোয়া করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনিও মনে করেন?