মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

সাংবাদিকদের সাথে নেত্রকোনা জামায়াতে ইসলামীর মতবিনিময় 

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ জানুয়ারী ২০২৫, ২৩:৩২

সাংবাদিকদের সাথে নেত্রকোনা জামায়াতে ইসলামীর মতবিনিময় 
কে, এইচ, এম, নূরুল আলম কামাল  নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় সাংবাদিকদের সাথে জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টায় কুরপাড় দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  জেলা জামায়াতে ইসলামীর তথ্য ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমদ হারিছ।
এতে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও সাংবাদিক দিলোওয়ার খান প্রমুখ।
এসময় নেত্রকোণা পৌর আমীর রফিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি কামাল উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, ভজন দাস, মনোরঞ্জন সরকার, কামাল হোসাইন, শিমুল মিল্কীসহ জেলায় কর্মরত টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমদ হারিছ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন কুরআন সুন্নাহ প্রতিহিংসা সমর্থন করে না। সে আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না।  তিনি আরও বলেন, রাষ্টীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে এবং কুরআন সুন্নার আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে। তবে কারো উপর কোন কিছু ছাপিয়ে দেওয়া হবে না।

এ সম্পর্কিত আরো খবর