মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ন্যূনতম সংস্কার করে নির্বাচন চায় জামায়াত-মিয়া গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ জানুয়ারী ২০২৫, ১৯:০৩

ন্যূনতম সংস্কার করে নির্বাচন চায় জামায়াত-মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা একটি কালযুগ পাড় করেছি। জুলাই-আগস্টের বীর ছাত্র-জনতার রক্ত ও চোখের পানির বিনিময়ে অর্জিত ঋণ আমাদের শোধ করতে হবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। প্রয়োজনীয় সংষ্কার না করে এবং পতিত ফ্যাসিস্ট ও প্রশাসনে তাদের দোসরদের রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবেনা।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গাজীপুর সদর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বালাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলাশাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর আসুন আমরা সকলে মিলে নির্বাচনের দিকে এগিয়ে যাই। চাঁদাবাজি করে যারা কলকারখানার চাকা বন্ধ করে দিতে চায়, তাদের দ্রুত গ্রেফতার করুন। মুক্তিযুদ্ধে যে চেতনার কথা বলা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। ২০২৪-এ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। জামায়াতে ইসলামী দেশে একটি সুদমুক্ত এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমেই আমাদের সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

গোলাম পরওয়ার আরও বলেন, ইতিহাসের জঘন্যতম সাজানো মিথ্যা জুডিশিয়াল ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নেতাদের হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা ও ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দিয়ে আল্লাহর নেক বান্দাদের হত্যা করা হলেও নিষ্ঠুর স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্তর কাপে নাই।

এ সম্পর্কিত আরো খবর