ছাইদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
“বিএনপির নেতা কর্মী পরিচয় দিয়ে গত ৫ আগষ্টের পর একটি মহল চাঁদাবাজি, বালুমহল দখল থেকে শুরু করে সব জায়গায় টেন্ডারবাজি শুরু করছে। এরা বিএনপির আদর্শকে ধারণ করে না। এদেরকে প্রতিহত করে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।”
সোমবার (৬ জানুয়ারি) দুপুর বারোটার সময় নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ধামইরহাট উপজেলা শাখা ছাত্রদলের ৪৬ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কথা গুলো বলছিলেন সাবেক পৌর প্রশাসক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপল।
এর আগে উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদের সভাপতিত্বে ভোরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় নেতৃবৃন্দরা। বেলা বাড়ার সাথে সাথে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে শুরু করে। অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “এসো নবীন দলে দলে ছাত্রদলের পতাকাতলে।”
দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে আলোচনা সভা শেষে বাদ্যের তালে তালে ঢাকঢোল পিটিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন নেতাকর্মী ও সমর্থকেরা।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটি যুবদলের সাবেক সহ সম্পাদক কেএমএস মুসাব্বির সাফি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খান, সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সহ সভাপতি বেলি খাতুন।
এছাড়াও নানা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুহেল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ, পৌর ছাত্রদলের আহবায়ক সাঈদ বিন জাবেদ প্রমুখ।