বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আত্নগোপনে থেকে ফেসবুকে পোস্ট , তোপের মুখে সাবেক এই পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৪ জানুয়ারী ২০২৫, ১৬:১৪

আত্নগোপনে থেকে ফেসবুকে পোস্ট , তোপের মুখে সাবেক  এই পুলিশ কর্মকর্তা

গত আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলামের কোনো খবর পাওয়া যাচ্ছিল না।

ফেসবুকে আগে নিয়মিত স্ট্যাটাস দিলেও ৫ আগস্টের পর থেকে তিনি আর কিছু পোস্ট করেননি। তবে গত ৩১ ডিসেম্বর তার ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন।

গত ৩১ ডিসেম্বর মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আমলা ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ” আপনারা রিয়েলিটি মেনে নেন। আপনাদের আম্মু আর দেশে ফিরবে না “।

এর প্রতিবাদে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ” সত্যিই সেলুকাস কি বিচিত্র এ দেশ। জবাবে সেলুকাস আপনি রিয়েলিটি মাইনা নেন স্যার”।

৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর, দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সময়ে পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল ঘটে এবং অনেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, যার মধ্যে মনিরুল ইসলামও ছিলেন। ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে অবসরে পাঠানোর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকেই মনিরুল ইসলামের অবস্থান সম্পর্কে কিছু জানা যাচ্ছিল না, তবে মঙ্গলবার তার এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি ফের আলোচনায় আসেন।

গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা মনিরুল ইসলাম ছিলেন আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে পুলিশে যোগদান করেন এবং ৯ বছর গোয়েন্দা শাখায় ও দুই বছর বিশেষ শাখায় দায়িত্ব পালন করেন। তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক লাভ করেন। ২০২১ সালের ১৪ মার্চ সিটিটিসি ইউনিট প্রধান হিসেবে কাজ শুরু করার পর তাকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

১৯ ডিসেম্বর ২০২৪