শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

রাজনৈতিক বিতর্কে আ.লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০২ জানুয়ারী ২০২৫, ১৩:৩০

রাজনৈতিক বিতর্কে আ.লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ছে : মির্জা ফখরুল

রাজনৈতিক তর্ক-বিতর্কের কারণে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক তর্ক-বিতর্কের কারণে আওয়ামী লীগ এক ধরণের সুবিধা পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, আওয়ামী লীগ যে দেশটা ধংস করে দিয়েছে এসব কথা না বলতে থাকলে মানুষ আস্তে আস্তে সব ভুলে যাবে।’ মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুত খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, ২০০৯ সাল থেকে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরি করে জনমনে ভীতি সৃষ্টি করেছিলো আওয়ামী লীগ। এর কারণ ছিল যেন, তাদের দুর্নীতির চেহারা জনগণের কাছে প্রকাশ না পায়। বিদ্যুৎ খাত থেকে দুর্নীতির টাকা বিদেশে পাচার করাই ছিলো আওয়ামী লীগের মূল লক্ষ্য।

টুকু বলেন, বিদ্যুৎ খাতকে ব্যবসায়ী খাত বানিয়ে ফেলেছিলো আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতকে কুইক টাকা বানানোর স্থান করেছিলো তারা। ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে টাকা বের করে নিয়ে গেছে তারা।

এ সম্পর্কিত আরো খবর