জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আল্লাহ আমাদের এই দেশ উপহার দিয়েছেন। সঙ্গে খনিজ সম্পদসহ অনেক কিছু দিয়েছেন।
কিন্তু আমাদের একটা জায়গাতে ঘাটতি রয়ে গেছে। সৎ নেতৃত্ব থেকে দেশ এখনও বঞ্চিত রয়ে গেছে। এই জায়গাটা পূরণ না হলে আমাদের জাতি সত্যিকার অর্থে মর্যাদাপূর্ণ জাতিতে পরিণত হতে পারবে না।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী বাদ দিয়ে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন আর কাদের নিয়ে দেখবেন? চাঁদাবাজমুক্ত দেশ, দুঃশাসনমুক্ত দেশ হবে— মানুষ আপনাদের দিকে চেয়ে আছে। সে কারণে আমাদের এগিয়ে আসতে হবে; আরও কোরবানির জন্যে তৈরি হতে হবে।
দেশবাসীর কাছে চার জিনিস চেয়ে তিনি বলেন, আমরা ভালোবাসার কাঙাল, একটু ভালোবাসা উপহার দিন; ভালোবাসার সঙ্গে সঙ্গে একটু সমর্থন ও সহযোগিতা চাই; এর পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের যেন পাশে পাই; আর এই জাতিকে বদলে ফেলার জন্যে আপনাদের অন্তরে যেন জায়গা পাই- এই চারটি জিনিস দেশবাসী যদি আমাদের উপহার দেয়, তাহলে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যশোরে উন্নয়নের ছোঁয়া নেই। এটি কি বাংলাদেশের অংশ না? যদি তাই হয়, তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটুকু পাচ্ছেন না যশোর একটি অন্যতম বঞ্চিত এলাকা। এটি নাগরিক উন্নয়নের প্রাণকেন্দ্র হওয়ার কথা।
কিন্তু কেন উন্নয়ন নেই। মানুষের বিবেক যখন কাজ করে না। মানুষের মনে যখন আল্লাহর ভয় থাকে না, তখন ক্ষমতায় বসার আগে মানুষের পা ধরে ভোট চায় আর ক্ষমতায় বসে গেলে মানুষকে ভুলে যায়।
এদিন সকাল থেকেই দলের নেতাকর্মীরা শহরের কেন্দ্রীয় ঈদগাহ, আশপাশের সড়ক এবং পাশের ঐতিহাসিক টাউন হল মাঠে অবস্থান নেন। কর্মী সম্মেলন রূপ নেয় জনসভায়। বেলা ১১টার দিকে প্রধান অতিথি মঞ্চে আসেন।