গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটিতে আওয়ামী লীগের এক নেত্রীকে সভাপতি করার ঘটনায় তুমুল সমালোচনা উঠেছে। ২০ ডিসেম্বর জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী আকতার তমা ৫১ সদস্যের এই কমিটি অনুমোদন দেন।
কমিটিতে আওয়ামী লীগের সাবেক সদস্য অরজিনা পারভীন চাঁদনীকে মহিলা দলের সভাপতি করা হয়েছে, যদিও তিনি ৫ আগস্টের আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন।
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে, কারণ অরজিনা পারভীন চাঁদনীর আওয়ামী লীগের ফরম সংগ্রহ ও শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে। পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, “এই নেত্রীরা ৫ আগস্টের আগে বিএনপির বিরুদ্ধে কাজ করেছে, এবং তারা অর্থের বিনিময়ে মহিলা দলের কমিটিতে পদ পেয়েছেন।
পলাশবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু বলেন, “যিনি আওয়ামী লীগের মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী হয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন, তিনি কীভাবে মহিলা দলের সভাপতি হন? তাদের উদ্দেশ্য স্পষ্ট।
এ বিষয়ে চাঁদনী দাবি করেন, “আমি কখনো আওয়ামী লীগ করিনি, বিএনপি নেতাদের সাথেও ছবি আছে। আমার পরিবারও বিএনপির রাজনীতি করে।
এই ঘটনায় ব্যাপক সমালোচনার পর, পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২২ ডিসেম্বর জেলা মহিলা দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়া হয়। জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা জানান, “দলীয় সিদ্ধান্তে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।