শেখ হাসিনা একজন প্যাথলজিক্যাল খুনি। এই খুনি ও তার দোসররা নতুন করে গল্প সাজাচ্ছে, নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে।
যারা খুনীদের পুনর্বাসন করতে চায় তাদের প্রতিহত করতে সবাইকে সাথে নিয়ে আবারো রাজপথে নামতে প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সারজিস আলম।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগ থেকে নিহত শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।
এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে শহীদ পরিবারের সদস্যরা।
এসময় তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিত করার কথা বলেন সারজিস আলম। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পাশাপাশি প্রশাসনকে আরো বেশি কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।
প্রথম ধাপে বৃহত্তর চট্টগ্রামের ১১ জেলার ১০৫টি শহীদ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।