মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

সবুজ ও পরিচ্ছন্ন দেশ গড়তে ৫ কোটি গাছ লাগাব, তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৩০

সবুজ ও পরিচ্ছন্ন দেশ গড়তে ৫ কোটি গাছ লাগাব, তারেক রহমান

বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান বলেছেন, আগামী ৫ বছ‌রে ৫ কো‌টি রেইন‌ট্রি রোপণ করা হ‌বে। খুলনায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তি‌নি এ কথা ব‌লেন।

সোমবার (২ ডিসেম্বর) খুলনা প্রেস ক্লাবে ব্যাংকুয়েট হলে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন ক‌রে খুলনা বিভাগীয় বিএন‌পি।

এ ছাড়া ক্ষমতায় গেলে খেলাধুলা‌কে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার কথাও বলেন তারেক রহমান। তিনি বলেন সবুজ ও পরিচ্ছন্ন দেশের লক্ষ্যে ৫ কোটি গাছ লাগাব ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়ার সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপিরগাছ ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর