সিরিয়ার মানবিজ শহরে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
তাদের মধ্যে ১৪ জনই নারী বলে জানা গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) হামলাটি চালানো হয়।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে মানবিজে হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
হামলায় ১৪ জন নারী এবং একজন পুরুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার পরিষেবা।
নিহতরা সবাই কৃষি শ্রমিক এবং এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিরিয়ার যুদ্ধের সময় মানবিজ শহরটি বহুবার হাতবদল হয়েছে। ডিসেম্বরে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর কাছ থেকে এটি দখল করে। যার নেতৃত্বে রয়েছে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া।
এর আগে ২০১৬ সালে এসডিএফ ইসলামিক স্টেটের কাছ থেকে মানবিজ দখল করে।
প্রসঙ্গত, সিরিয়ায় তিন দিনের মধ্যে এটি দ্বিতীয় হামলা। বলা হচ্ছে, এটি বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সবচেয়ে ভয়াবহ হামলা।
গত শনিবার মানবিজে আলাদা গাড়ি বোমা হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত এবং শিশুসহ নয়জন আহত হন।

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?