নেত্রকোনা প্রতিনিধি :
দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা এম পরান, ফয়সাল, ওয়াজেদ হাসান নাবিল, স্বপন আহমেদ, আরাফাত হাসান শুভ, জিসান আহমেদ লিমন, আবির হাসান মাঈন।
বক্তারা বলেন, প্রশাসনের বিভিন্ন পদে আওয়ামী লীগের প্রেতাত্মারা যতদিন পর্যন্ত বিতাড়িত না হবে ততদিন পর্যন্ত আইনশৃঙ্খলার উন্নতি হবে না। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এবং সরকারকে ব্যর্থ করতে উঠে পড়ে লেগেছে। সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি করতে হবে।
নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আছিয়া সহ দেশের সকল ধর্ষিতার ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে ফাঁসি নিশ্চিত করে কার্যকর করতে হবে।