সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি ঃ
বাংলাদেশের প্রথম বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিন ভাষা শহিদ, মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্টের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বলেন, “এ বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি জাতীয় গর্বের প্রতীক। এখানে গড়ে উঠছে আগামীর বিমান প্রকৌশলী, গবেষক ও মহাকাশ বিজ্ঞানী।”
তিনি এএইউবির অর্জনের প্রশংসা করে বলেন, “দ্রুত বদলাতে থাকা বিশ্বের চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষ ও প্রতিযোগিতাসম্পন্ন জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে।”
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার তার বক্তব্যে গবেষণা ও উদ্ভাবনী শিক্ষার প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “এখানে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই নয়, বিশ্ববাজারে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে।”
এএইউবির শিক্ষার্থীদের সাম্প্রতিক সাফল্যকে স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা বলে উল্লেখ করে তিনি তাদের জন্য শুভকামনা জানান।
এদিন ‘Space & Beyond’ শীর্ষক একটি ম্যাগাজিন প্রকাশ ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, লালমনিরহাট ক্যাম্পাসের প্রতিনিধি, সামরিক-বেসামরিক ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে যাত্রা শুরু করা এএইউবি ২০২২ সালের ৩ জুলাই লালমনিরহাট ক্যাম্পাসে স্নাতক কার্যক্রমের সম্প্রসারণ করে।
বিমান ও মহাকাশ প্রযুক্তিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রতিষ্ঠানকে বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্যুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ফুটে উঠেছে দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের জ্ঞান-প্রযুক্তিতে সমৃদ্ধ করার অঙ্গীকার।