যবিপ্রবি প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ব্যবসা ও সামাজিক ইংরেজি দক্ষতা এবং ফ্রন্টিয়ার টেকনোলজি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে যবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এবং ফিউচারনেশন-ইউএনডিপি এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ৫৪১জন শিক্ষার্থীর অংশগ্রহণে এডভান্স টেকনোজিক্যাল কোর্স এবং সোস্যাল ইংরেজি কোর্স চালু করা হয়েছে। ২ মাসব্যাপী এই কোর্সগুলো বিনামূল্যে অনলাইনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, আমরা খুব শীঘ্রই একটি রিসার্চ-কনফারেন্স এর আয়োজন করব। ক্যারিয়ার ক্লাবের এই ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন করতে ভূমিকা রাখবে। এ ধরণের প্রশিক্ষণমূলক কর্মশালা ভবিষ্যতে আরও হবে এমনটা আশা রাখি ।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. হোসেন আল মামুন বলেন, শুধুমাত্র দক্ষতা অর্জন করলে হবে না বরং সেটাকে কাজে লাগাতে হবে। এই দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির অগ্রযাত্রায় তোমাদের ভূমিকা রাখতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ মীর মোশাররফ হোসেন এবং প্রক্টর মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি.।