মোহাম্মদ তারেক (লক্ষীপুর) রামগঞ্জ প্রতিনিধি :
আগামী ২৬ শে নভেম্বর রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চনপুর হজরত সৈয়দ শাহমিরান (রঃ) মাজার প্রাঙ্গনে বাৎসরিক ওরশ মোবারক শুরু হবে।
প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার ভক্তকূল ও দর্শনার্থীদের আগমনে মুখরিত হয় মাজার প্রাঙ্গণ।
এসময় মাজার প্রাঙ্গণ ও আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসে বিভিন্ন পন্যের দোকান ও জমজমাট মেলা।
ওরশ ও মেলাকে ঘীরে বিভিন্ন সময় সংঘাত, সংর্ঘষ ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। ওরশ মোবারক ও মেলাকে কেন্দ্র করে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের রয়েছে বাড়তি তৎপরতা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এবারও সুষ্ঠুভাবে মেলা ও নির্বিঘ্নে ওরশ পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের জে এম শাখার সহকারী কমিশনার মজিবুর রহমান স্বাক্ষরিত ১৫ টি শর্ত সাপেক্ষে ওরশ মোবারক পালনের অনুমতি দেয়া হয়।
১। ২৬/১১/২০২৪ তারিখে সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় ওরশ মাহফিল শুরু ও ২৭/১১/২৪ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার মধ্যে অনুষ্ঠান সমাপ্ত করতে হবে।
২। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এরূপ কোনো বক্তব্য প্রদান করা যাবে না
৩। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কার্যকলাপ হতে বিরত থাকতে হবে।
৪। বিতর্কিত ব্যক্তিগণ (আলেম) দ্বারা ওয়াজ মাহফিল করা যাবে না।
৫। সকল প্রকার উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে হবে।
৬। মাজার প্রাঙ্গণে কোনো প্রকার মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় বা সেবনের আসর বসানো যাবে না।
৭। সার্কাস জাতীয় যেমন পুতুল নাচ, গান-বাজনার আয়োজন করা যাবে না।
৮। মাজার কমিটি নিজস্ব ব্যবস্থাপনায় ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দিবেন এবং
নিয়োগ প্রাপ্তদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা অনুষ্ঠানের ০৭ (সাত) দিন পূর্বে থানায় জমা দিবেন।
৯। ওরশ মাহফিলে কোনো প্রকার জুয়া খেলা এবং লটারির ব্যবস্থা রাখা যাবে না।
১০। সংবিধান লঙ্ঘন, প্রচলিত আইন ভঙ্গ, সরকারি নীতির সমালোচনা করে বক্তব্য প্রদান করা যাবে না।
১১। এমনভাবে শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না যাতে জনসাধারণের মধ্যে বিরক্তি সৃষ্টি করে।
১২। নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।
১৩। যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না।
১৪। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ওরশ আয়োজনকারী কমিটি দায়ী থাকবে।
১৫। উপরিউক্ত শর্তসমূহ লঙ্ঘন হলে কর্তৃপক্ষ যে কোন সময় ওরশ মাহফিলের কার্যক্রম শিথিল/বন্ধ করতে পারে।
কাঞ্চনপুর মাজার শরীফের ওরশ এন্তেজামিয়া কমিটির সভাপতি সৈয়দ মহসিন হোসেন বলেন, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবসময়ই শর্ত মেনে ওরশ মোবারক পালন করে আসছি এবং যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করবো।